আমরা অনেকেই ইন্টারনেটে অনেক কিছু নিয়ে ঘাটা ঘাটি করি। কিন্তু যদি একটু ভাবেন তাহলে দেখবেন যে আনকমন জিনিষ গুলো নিয়ে কম সংখ্যক মানুষই নেটে সার্চ করে। আর যারা সার্চ করেন তাদের মধ্যে বেশ কিছু ভাগ্যবানরাই খুবই তারাতারি তাদের জিনিষ গুলো খুজে পান। অনেকে আবার ইন্টারনেটে বসে বসে শুধু ওয়েব ক্যাম দেখেন। অবশ্য এটার পেছনেও বেশ কিছু কারণ থাকতে পারে। অনেকে বলে যে ফ্রী ফ্রী দুনিয়া দেখা হচ্ছে। হাঃ হাঃ । অবশ্য এটা যুক্তি ছাড়া কথা নয়। যাহোক এখন আমি আপনাদের সাথে একটা ওয়েব সাইটকে পরিচয় করিয়ে দেব। মূলত এই ওয়েবসাইটটি দিয়ে আপনারা ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তের ওয়েব ক্যামগুলো দেখতে পারবেন। আমার এই ওয়েব সাইটটি একটি বিশেষ কারণে বেশ ভালো লেগেছে। আর সেটা হলো ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি বাছাই করে আপনার ওয়েবক্যাম টি লাইভ দেখতে পারবেন।
কাজ শুরুঃ
- এখানে ক্লীক করে ওয়েব সাইটটিতে যান।
- একটু খেয়াল করলেই ওয়েব সাইটটির ডান দিকে ক্যাটাগরি এর ড্রপডাউন মেনু দেখতে পারবেন।
- সেখান থেকে আপনার ক্যাটাগরিটি নির্বাচন করুন।
- এবার অনেক জায়গার ওয়েব ক্যাম দেখতে পাবেন।
- যে ওয়েবক্যামটি দেখতে চান সেটির উপরে ক্লীক করুন।
- ব্যাস। এবার দেখতে থাকুন আপনার ওয়েবক্যামটি তাও আবার লাইভ।
No comments:
Post a Comment