Saturday, 28 May 2011

আনলিমিটেড ফ্রি এসএমএস করুন..!!!!(কম্পিউটার ও মোবাইল থেকে)

আনলিমিটেড ফ্রি এসএমএস করুন যে কোন নাম্বারে...!!!!!

সুবিধা সমূহ:

  • যে কোন অপারেটরে পাঠানো যায়

  • রেজিস্ট্রেশনের ঝামেলা নেই

  • এক  IP থেকে যতখুশী এসএমএস পাঠানো যায়

  • মোবাইল থেকেও পাঠানো যায়

  • এসএমএস এর শেষে ওয়েবসাইট এর কোন বিজ্ঞাপন বা ফ্রি এসএমএস এ ধরণের কোন কথা লেখা নেই

ওয়েবসাইটির ঠিকানা:

shakil আনলিমিটেড ফ্রি এসএমএস করুন..!!!!(কম্পিউটার ও মোবাইল থেকে) | Techtunes

আমার বার্তা (www.amarbarta.tk)


Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা!

আমরা অনেকেই ইন্টারনেটে অনেক কিছু নিয়ে ঘাটা ঘাটি করি। কিন্তু যদি একটু ভাবেন তাহলে দেখবেন যে আনকমন জিনিষ গুলো নিয়ে কম সংখ্যক মানুষই নেটে সার্চ করে। আর যারা সার্চ করেন তাদের মধ্যে বেশ কিছু ভাগ্যবানরাই খুবই তারাতারি তাদের জিনিষ গুলো খুজে পান। অনেকে আবার ইন্টারনেটে বসে বসে শুধু ওয়েব ক্যাম দেখেন। অবশ্য এটার পেছনেও বেশ কিছু কারণ থাকতে পারে। অনেকে বলে যে ফ্রী ফ্রী দুনিয়া দেখা হচ্ছে। হাঃ হাঃ । অবশ্য এটা যুক্তি ছাড়া কথা নয়। যাহোক এখন আমি আপনাদের সাথে একটা ওয়েব সাইটকে পরিচয় করিয়ে দেব। মূলত এই ওয়েবসাইটটি দিয়ে আপনারা ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তের ওয়েব ক্যামগুলো দেখতে পারবেন। আমার এই ওয়েব সাইটটি একটি বিশেষ কারণে বেশ ভালো লেগেছে। আর সেটা হলো ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি বাছাই করে আপনার ওয়েবক্যাম টি লাইভ দেখতে পারবেন।

কাজ শুরুঃ

  • এখানে ক্লীক করে ওয়েব সাইটটিতে যান।
  • একটু খেয়াল করলেই ওয়েব সাইটটির ডান দিকে ক্যাটাগরি এর ড্রপডাউন মেনু দেখতে পারবেন।
  • সেখান থেকে আপনার ক্যাটাগরিটি নির্বাচন করুন।
1 Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা! | Techtunes
  • এবার অনেক জায়গার ওয়েব ক্যাম দেখতে পাবেন।
2 Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা! | Techtunes
  • যে ওয়েবক্যামটি দেখতে চান সেটির উপরে ক্লীক করুন।
3 Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা! | Techtunes
  • ব্যাস। এবার দেখতে থাকুন আপনার ওয়েবক্যামটি তাও আবার লাইভ।
আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন........

ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন)

Capture1 75x75 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
বর্তমানে অনেক ল্যাপটপ/নেটবুক এ দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপ/নেটবুক এর মূল্য ও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপ/নেটবুক এ ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য আজকে আমার জীবনের প্রথম টিউন এ নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন) যা উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।
ডাউনলোড করুন এখান থেকে
যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)
২. ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন।
৩. unzip করার পর folder টা ওপেন করে "LuxandBlinkProSetup" এ ডাবল ক্লিক করুন।
৪. এবার নিচের স্ক্রীন শট গুলা দেখেন-
1 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
2 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
3 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
4 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
খেয়াল করুনঃ সাভাবিক ভাবে কম্পিউটার এর সামনে বসেন এবং পর্যাপ্ত আলো যেন রুমে থাকে। আলোর উৎস আপনার পিছনে না হয়ে সামনে হলে খুবই ভাল হয়।
5 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
ডানে, বামে, সামনে, পিছনে আপনার মাথা নাড়ান... সবুজ বার টা পূর্ণ হওয়া পর্যন্ত।
6 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
এইবার পিসি রিস্টার্ট করুন... এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন ।
৫. unzip করা folder এর ভিতর pro settings এর জন্য user name আর serial key দেয়া আছে যা ব্যাবহার না করলেও অসুবিধা হবে না।

সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone-এ ব্যাবহার উপযোগী করে তুলুন

মোবাইল ফোনের বাজারে এখন রাজত্ব করছে Touch Phone. নোকিয়া, স্যামসাং এসবতো আছেই, সেই সাথে চায়না ব্র্যান্ড গুলো অবিশ্বাস্য কমদামে বাজারে ছাড়ছে Full Touch Screen মোবাইল। আমার মতো অনেকেই হয়তো ইতিমধ্যে কিনে ফেলেছেন এরকম একটি ফোন এবং আমার মতোই একটা কমন সমস্যায় পড়েছেন। আর তা হলো Java Application সাপোর্ট নিয়ে।
বেশিরভাগ JAVA গেম এবং অ্যাপ্লিকেশনগুলো keypad যুক্ত ফোনের উপযোগী করে তৈরি। আর Full Touch ফোনগুলোতে keypad না থাকায় আমরা এগুলো চালাতে পারি না। । GetJar.com-এ হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকলেও Touch সাপোর্ট আছে মাত্র হাতে গোনা কয়েকটায়।
সমস্যা তো জানা হলো, এবার আসি সমাধানের কথায়। যেকোন JAVA গেম বা এপ্লিকেশনকে যেকোন Touch Phone-এর জন্য উপযোগী করতে আপনার দরকার হবে মাত্র ৯২০ কিলোবাইটের একটা সফ্টওয়ার। আসুন দেখি কিভাবে কি করা যায়,

যা যা লাগবে.....

  • ১. Java Adapter For Mobile 2.2
    ২. Full Touch মোবাইল ফোন (যেকোন ব্র্যান্ড, কিন্তু JAVA সাপোর্ট থাকতে হবে।)
    ৩. Touch Screen সাপোর্ট করে না এমন একটি JAVA গেম বা এপ্লিকেশন।
আমি CrecketCompanion.jar এপ্লিকেশনটা যেভাবে আমার Symphony FT10 (চায়না!!!) মোবাইলের জন্য সাপোর্টেড বানালাম সেটা এখানে তুলে ধরছি।

প্রথমেই ডাউনলোড করুন এই ফাইলটি।(ডাউনলোড)

RONI060007.zip ফাইলটিতে যা যা আছে,
  • ১. Java_Adapter_for_Mobile_2.2.exe
    ২. CricketCompanion_no_touch.jar
    ৩. CricketCompanion_touch_ok.jar
সবগুলোই Freeware. কাজেই নো টেনশন।
প্রথমেই Java_Adapter_for_Mobile_2.2.exe সেটাপ দিন। J2SE runtime environment সাপোর্ট চাইতে পারে, আশা করি এটা সবারই আছে।
এবার All Programs থেকে Java Adapter for Mobile ফোল্ডারের Java Adapter প্রোগ্রমটি run করান। নিচের মতো ডিসপ্লে আসবে:
1 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
আপনার ফোন ব্র্যান্ড এবং ডিসপ্লে সাইজ সিলেক্ট করুন ডানদিকের Model পপ-ডাউন মেনু থেকে।
2 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
আপনার ব্র্যান্ড খুঁজে পাচ্ছেন না ? (আমার মতো)...নো চিন্তা আপনার ফোনের ডিসপ্লে সাইজ অনুযায়ী একটা নতুন প্রোফাইল তৈরি করুন। এজন্য Configuration editor-এ যান।
3 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
নিচের step-গুলো ফলো করুন
44 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
5 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
এবার পোগ্রামটি close/exit করুন। তারপর আবার All Program থেকে Java Adapter রান করান। এবার Model পপ-ডাউন মেনু থেকে New2 সিলেক্ট করুন। হয়ে গেল। এবার ফাইল মেনু থেকে Open Jar দিয়ে JAVA Program-টি সিলেক্ট করুন।
6 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
আপনার দরকারি JAVA প্রোগ্রামটি ওপেন করুন। এরপর Adapt Jar-এ ক্লিক করুন। বাঁকি কাজ আপনা-আপনিই হয়ে যাবে।
7 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes9 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
10 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
এরপর ফোল্ডারে গিয়ে দেখুন তিনটা ফাইল আছে। changed(touch supported) .jar এবং .jad ফাইল আর একটা হলো আগের ফাইলের ব্যাকআপ। আপনি ইচ্ছা করলে restore option-এ সাহায্যে আগের অবস্থায় ফিরেও যেতে পারেন।
11 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
শেষ হলো। মানে রথ দেখা শেষ হলো আর কী ! এবার একটু কলা বেচা যাক। Cricket Companion এপ্লিকেশনটা নিয়ে একটু মিনি টিউন করি।
এপ্লিকেশনটির বৈশিষ্ট্য:
  • ১. সবধরনের Cricket Match-এর Live Score দেখায় ball by ball, full scorecard এবং commentary view.
    ২. অসাধারন user interface.
    ৩. প্রত্যেক ম্যাচের আগে quiz-এর ব্যাবস্থা
    ৪. আমার দেখা মতে মোবাইল থেকে Cricket Live Score দেখার জন্য এটা সবচেয়ে সুন্দর প্রোগ্রাম এবং সবচেয়ে কম bandwith use করে।
রথ দেখাও শেষ, কলা বেচাও শেষ। এবার বিদায় নিই। ফাইনাল সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলতেছে। সবাই একটু দোয়া করবেন। ধন্যবাদ।