Saturday 28 May 2011

আনলিমিটেড ফ্রি এসএমএস করুন..!!!!(কম্পিউটার ও মোবাইল থেকে)

আনলিমিটেড ফ্রি এসএমএস করুন যে কোন নাম্বারে...!!!!!

সুবিধা সমূহ:

  • যে কোন অপারেটরে পাঠানো যায়

  • রেজিস্ট্রেশনের ঝামেলা নেই

  • এক  IP থেকে যতখুশী এসএমএস পাঠানো যায়

  • মোবাইল থেকেও পাঠানো যায়

  • এসএমএস এর শেষে ওয়েবসাইট এর কোন বিজ্ঞাপন বা ফ্রি এসএমএস এ ধরণের কোন কথা লেখা নেই

ওয়েবসাইটির ঠিকানা:

shakil আনলিমিটেড ফ্রি এসএমএস করুন..!!!!(কম্পিউটার ও মোবাইল থেকে) | Techtunes

আমার বার্তা (www.amarbarta.tk)


Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা!

আমরা অনেকেই ইন্টারনেটে অনেক কিছু নিয়ে ঘাটা ঘাটি করি। কিন্তু যদি একটু ভাবেন তাহলে দেখবেন যে আনকমন জিনিষ গুলো নিয়ে কম সংখ্যক মানুষই নেটে সার্চ করে। আর যারা সার্চ করেন তাদের মধ্যে বেশ কিছু ভাগ্যবানরাই খুবই তারাতারি তাদের জিনিষ গুলো খুজে পান। অনেকে আবার ইন্টারনেটে বসে বসে শুধু ওয়েব ক্যাম দেখেন। অবশ্য এটার পেছনেও বেশ কিছু কারণ থাকতে পারে। অনেকে বলে যে ফ্রী ফ্রী দুনিয়া দেখা হচ্ছে। হাঃ হাঃ । অবশ্য এটা যুক্তি ছাড়া কথা নয়। যাহোক এখন আমি আপনাদের সাথে একটা ওয়েব সাইটকে পরিচয় করিয়ে দেব। মূলত এই ওয়েবসাইটটি দিয়ে আপনারা ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্তের ওয়েব ক্যামগুলো দেখতে পারবেন। আমার এই ওয়েব সাইটটি একটি বিশেষ কারণে বেশ ভালো লেগেছে। আর সেটা হলো ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি বাছাই করে আপনার ওয়েবক্যাম টি লাইভ দেখতে পারবেন।

কাজ শুরুঃ

  • এখানে ক্লীক করে ওয়েব সাইটটিতে যান।
  • একটু খেয়াল করলেই ওয়েব সাইটটির ডান দিকে ক্যাটাগরি এর ড্রপডাউন মেনু দেখতে পারবেন।
  • সেখান থেকে আপনার ক্যাটাগরিটি নির্বাচন করুন।
1 Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা! | Techtunes
  • এবার অনেক জায়গার ওয়েব ক্যাম দেখতে পাবেন।
2 Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা! | Techtunes
  • যে ওয়েবক্যামটি দেখতে চান সেটির উপরে ক্লীক করুন।
3 Live দেখুন বিশ্বের যে কোন প্রান্তের হাজারও সিকিউরিটি ক্যামেরা! | Techtunes
  • ব্যাস। এবার দেখতে থাকুন আপনার ওয়েবক্যামটি তাও আবার লাইভ।
আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন........

ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন)

Capture1 75x75 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
বর্তমানে অনেক ল্যাপটপ/নেটবুক এ দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপ/নেটবুক এর মূল্য ও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপ/নেটবুক এ ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য আজকে আমার জীবনের প্রথম টিউন এ নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন) যা উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।
ডাউনলোড করুন এখান থেকে
যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)
২. ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন।
৩. unzip করার পর folder টা ওপেন করে "LuxandBlinkProSetup" এ ডাবল ক্লিক করুন।
৪. এবার নিচের স্ক্রীন শট গুলা দেখেন-
1 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
2 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
3 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
4 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
খেয়াল করুনঃ সাভাবিক ভাবে কম্পিউটার এর সামনে বসেন এবং পর্যাপ্ত আলো যেন রুমে থাকে। আলোর উৎস আপনার পিছনে না হয়ে সামনে হলে খুবই ভাল হয়।
5 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
ডানে, বামে, সামনে, পিছনে আপনার মাথা নাড়ান... সবুজ বার টা পূর্ণ হওয়া পর্যন্ত।
6 ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন) | Techtunes
এইবার পিসি রিস্টার্ট করুন... এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন ।
৫. unzip করা folder এর ভিতর pro settings এর জন্য user name আর serial key দেয়া আছে যা ব্যাবহার না করলেও অসুবিধা হবে না।

সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone-এ ব্যাবহার উপযোগী করে তুলুন

মোবাইল ফোনের বাজারে এখন রাজত্ব করছে Touch Phone. নোকিয়া, স্যামসাং এসবতো আছেই, সেই সাথে চায়না ব্র্যান্ড গুলো অবিশ্বাস্য কমদামে বাজারে ছাড়ছে Full Touch Screen মোবাইল। আমার মতো অনেকেই হয়তো ইতিমধ্যে কিনে ফেলেছেন এরকম একটি ফোন এবং আমার মতোই একটা কমন সমস্যায় পড়েছেন। আর তা হলো Java Application সাপোর্ট নিয়ে।
বেশিরভাগ JAVA গেম এবং অ্যাপ্লিকেশনগুলো keypad যুক্ত ফোনের উপযোগী করে তৈরি। আর Full Touch ফোনগুলোতে keypad না থাকায় আমরা এগুলো চালাতে পারি না। । GetJar.com-এ হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকলেও Touch সাপোর্ট আছে মাত্র হাতে গোনা কয়েকটায়।
সমস্যা তো জানা হলো, এবার আসি সমাধানের কথায়। যেকোন JAVA গেম বা এপ্লিকেশনকে যেকোন Touch Phone-এর জন্য উপযোগী করতে আপনার দরকার হবে মাত্র ৯২০ কিলোবাইটের একটা সফ্টওয়ার। আসুন দেখি কিভাবে কি করা যায়,

যা যা লাগবে.....

  • ১. Java Adapter For Mobile 2.2
    ২. Full Touch মোবাইল ফোন (যেকোন ব্র্যান্ড, কিন্তু JAVA সাপোর্ট থাকতে হবে।)
    ৩. Touch Screen সাপোর্ট করে না এমন একটি JAVA গেম বা এপ্লিকেশন।
আমি CrecketCompanion.jar এপ্লিকেশনটা যেভাবে আমার Symphony FT10 (চায়না!!!) মোবাইলের জন্য সাপোর্টেড বানালাম সেটা এখানে তুলে ধরছি।

প্রথমেই ডাউনলোড করুন এই ফাইলটি।(ডাউনলোড)

RONI060007.zip ফাইলটিতে যা যা আছে,
  • ১. Java_Adapter_for_Mobile_2.2.exe
    ২. CricketCompanion_no_touch.jar
    ৩. CricketCompanion_touch_ok.jar
সবগুলোই Freeware. কাজেই নো টেনশন।
প্রথমেই Java_Adapter_for_Mobile_2.2.exe সেটাপ দিন। J2SE runtime environment সাপোর্ট চাইতে পারে, আশা করি এটা সবারই আছে।
এবার All Programs থেকে Java Adapter for Mobile ফোল্ডারের Java Adapter প্রোগ্রমটি run করান। নিচের মতো ডিসপ্লে আসবে:
1 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
আপনার ফোন ব্র্যান্ড এবং ডিসপ্লে সাইজ সিলেক্ট করুন ডানদিকের Model পপ-ডাউন মেনু থেকে।
2 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
আপনার ব্র্যান্ড খুঁজে পাচ্ছেন না ? (আমার মতো)...নো চিন্তা আপনার ফোনের ডিসপ্লে সাইজ অনুযায়ী একটা নতুন প্রোফাইল তৈরি করুন। এজন্য Configuration editor-এ যান।
3 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
নিচের step-গুলো ফলো করুন
44 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
5 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
এবার পোগ্রামটি close/exit করুন। তারপর আবার All Program থেকে Java Adapter রান করান। এবার Model পপ-ডাউন মেনু থেকে New2 সিলেক্ট করুন। হয়ে গেল। এবার ফাইল মেনু থেকে Open Jar দিয়ে JAVA Program-টি সিলেক্ট করুন।
6 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
আপনার দরকারি JAVA প্রোগ্রামটি ওপেন করুন। এরপর Adapt Jar-এ ক্লিক করুন। বাঁকি কাজ আপনা-আপনিই হয়ে যাবে।
7 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes9 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
10 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
এরপর ফোল্ডারে গিয়ে দেখুন তিনটা ফাইল আছে। changed(touch supported) .jar এবং .jad ফাইল আর একটা হলো আগের ফাইলের ব্যাকআপ। আপনি ইচ্ছা করলে restore option-এ সাহায্যে আগের অবস্থায় ফিরেও যেতে পারেন।
11 সাধারন JAVA অ্যাপ্লিকেশনকে Touch Phone এ ব্যাবহার উপযোগী করে তুলুন | Techtunes
শেষ হলো। মানে রথ দেখা শেষ হলো আর কী ! এবার একটু কলা বেচা যাক। Cricket Companion এপ্লিকেশনটা নিয়ে একটু মিনি টিউন করি।
এপ্লিকেশনটির বৈশিষ্ট্য:
  • ১. সবধরনের Cricket Match-এর Live Score দেখায় ball by ball, full scorecard এবং commentary view.
    ২. অসাধারন user interface.
    ৩. প্রত্যেক ম্যাচের আগে quiz-এর ব্যাবস্থা
    ৪. আমার দেখা মতে মোবাইল থেকে Cricket Live Score দেখার জন্য এটা সবচেয়ে সুন্দর প্রোগ্রাম এবং সবচেয়ে কম bandwith use করে।
রথ দেখাও শেষ, কলা বেচাও শেষ। এবার বিদায় নিই। ফাইনাল সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলতেছে। সবাই একটু দোয়া করবেন। ধন্যবাদ।

Sunday 10 April 2011

Tamim Iqbal who was enlisted as one of the four cricketers of the year in the ‘Bible of Cricket’, Wisden Almanack, the left handed batsman from Chittagong,BANGALDESH

 

 

Tamim Iqbal 


























Tamim Iqbal was already one of Bangladesh's most assured batsmen at the time of his 21st birthday, and will be a vital component at the top of the order for years to come. His promise was apparent when, batting for the Under-19s against England at the end of 2005, he smashed 112 from just 71 balls to help Bangladesh cruise to victory. The left-hander is regarded as one of the most exciting prospects in Bangladesh cricket and is arguably the hardest hitter of the cricket ball in the country. His elegance and style through the off side is a treat to watch but his trademark shot is the straight drive, capped with a text-book like follow-through.
Tamim is the younger brother of Bangladesh international Nafis Iqbal Khan and nephew of former Bangladesh skipper Akram Khan. He made his one-day debut against Zimbabwe in February 2007 and was included in the World Cup squad after playing just two matches. His straight six off Zaheer Khan after skipping down the track was one of the best shots of the tournament. He scored a stylish 84 in his debut Test, against New Zealand in Dunedin and has since firmly established his spot at the top of the order. His maiden century came in 2009 against West Indies in St Vincent, a match-winning effort. He then set a national record against Zimbabwe in Bulawayo when he blasted an unbeaten 154 in a tall chase.
Tamim has found England's bowling attack particularly to his liking, and a superb run of form against them in two series, home and away, lead to five scores of more than fifty in six Test innings, culminating in his stunning 103 at Lord's in May 2010. 
 
 
 
                                                 TAMIMS FULL PROFILE 
Full name Tamim Iqbal Khan
Born March 20, 1989, Chittagong
Current age 22 years 21 days
Major teams Bangladesh, Asia XI, Bangladesh A, Bangladesh Under-19s, Chittagong Division
Playing role Opening batsman
Batting style Left-hand bat
Relation Uncle - Akram Khan, Brother - Nafees Iqba
 
Batting and fielding averages

MatInnsNORunsHSAveBFSR100504s6sCtSt
Tests19360144515140.13235261.43482001080
ODIs96960285915429.78359779.4831832243270
T20Is141401933213.7820693.680029020
First-class40731292815140.66

620

200
List A1101100325215429.56400681.17419

340
Twenty20191913869121.44354109.030246940
Bowling averages

MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests19424100---2.50-000
ODIs9626130---13.00-000
T20Is14------------
First-class40
132770---3.50-000
List A110
6130---13.00-000
Twenty2019112170---8.50-000
Career statistics
Test debutNew Zealand v Bangladesh at Dunedin, Jan 4-6, 2008 scorecard
Last TestEngland v Bangladesh at Manchester, Jun 4-6, 2010 scorecard
Test statistics
ODI debutZimbabwe v Bangladesh at Harare, Feb 9, 2007 scorecard
Last ODIBangladesh v Australia at Dhaka, Apr 9, 2011 scorecard
ODI statistics
T20I debutKenya v Bangladesh at Nairobi (Gym), Sep 1, 2007 scorecard
Last T20IBangladesh v Pakistan at Gros Islet, May 1, 2010 scorecard
T20I statistics
First-class debut2004/05
Last First-classEngland v Bangladesh at Manchester, Jun 4-6, 2010 scorecard
List A debut2004/05
Last List ABangladesh v Australia at Dhaka, Apr 9, 2011 scorecard
Twenty20 debutKenya v Bangladesh at Nairobi (Gym), Sep 1, 2007 scorecard
Last Twenty20Bangladesh v Pakistan at Gros Islet, May 1, 2010 scorecard
 
 

Friday 8 April 2011

RUN APPLICATION


কোন প্রোগ্রামকে সহজে চালু করতে রানে (Start+R চেপে) গিয়ে উক্ত প্রোগ্রামের সংক্ষিপ্ত রূপ লিখে ওকে করলেই সেই প্রোগাম চালু হয়undefined
যদিও বেশিরভাগ প্রোগ্রামই সরাসরি চালু করা যায় নিচে দরকারি বেশ কিছু রান কামন্ডের (উইন্ডোজ এক্সপি) সংক্ষিপ্ত সংকেত দেওয়া হলো
একসেসিবিলিটি কন্ট্রোলস - access.cpl
একসেসিবিলিটি উইজার্ড - accwiz
এড হার্ডওয়্যার উইজার্ড - hdwwiz.cpl
এড/রিমুভ প্রোগ্রামস - appwiz.cpl
এডমিনিষ্ট্রিটিভ টুলস - control admintools
অটোমেটিকস আপডেট - wuaucpl.cpl
ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড - fsquirt
ক্যালকুলেটর - calc
সার্টিফিকেটস - certmgr.msc
ক্যারেকটার ম্যাপ - charmap
চেক ডিক্স (ডস) - chkdsk
ক্লিপবোর্ড ভিউয়ার - clipbrd
কমান্ড প্রোম্পট - cmd
কম্পোনেন্ট সার্ভিস - dcomcnfg
কম্পিউটার ম্যানেজমেন্ট - compmgmt.msc
কন্ট্রোল প্যানেল - control
ইউজার একাউন্টস - control userpasswords2
ডেট এন্ড টাইমস - timedate.cpl
ডি.ডি. শেয়ার্স - ddeshare
ডিভাইস ম্যানেজার - devmgmt.msc
ডাইরেক্ট এক্স - dxdiag
ডিক্স ক্লিনআপ - cleanmgr
ডিক্স ডিফ্রাগমেন্ট - dfrg.msc
ডিক্স ম্যানেজমেন্ট - diskmgmt.msc
ডিক্স পার্টিশন ম্যানেজার - diskpart
ডিসপ্লে প্রোপার্টিস - control desktop
ডিসপ্লে প্রোপার্টিস - desk.cpl
: ওয়াটসন ফর উইন্ডোজ - drwtsn32
ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার - verifier
ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল - migwiz
ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল - sigverif
ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
ফোল্ডার প্রোপার্টিস - control folders
ফন্টস - control fonts
ফন্টস ফোল্ডার - fonts
গেম কন্ট্রোলারস - joy.cpl
গ্রুপ পলিসি এডিটর - gpedit.msc
হেল্প এন্ড সাপোর্ট - helpctr
হাইপারটার্মিনাল - hypertrm
আই.এক্সপ্রেস উইজার্ড - iexpress
ইনডেক্সসিং সার্ভিস - ciadv.msc
ইন্টারনেট কানেক্শন উইজার্ড - icwconn1
ইন্টারনেট এক্সপ্লোরার - iexplore
ইন্টারনেট প্রোপার্টিস - inetcpl.cpl
কীবোর্ড প্রোপার্টিস - control keyboard
লোকাল সিকিউরিটি সেটিংস - secpol.msc
লোকাল ইউজারস এন্ড গ্রুপস - lusrmgr.msc
উইন্ডোজ লগঅফ - logoff
মাইক্রোসফট চ্যাট - winchat
মাইক্রোসফট মুভি মেকার - moviemk
এমএস পেইন্ট - mspaint
মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল - mobsync
মাউস প্রোপার্টিস -control mouse
মাউস প্রোপার্টিস - main.cpl
নেট মিটিং - conf
নেটওয়ার্ক কানেকশনস - control netconnections
নেটওয়ার্ক কানেকশনস - ncpa.cpl
নেটওয়ার্ক সেটআপ উইজার্ড - netsetup.cpl
নোটপ্যাড - notepad
অবজেক্ট পেজ মেকার - packager
ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর - odbccp32.cpl
অন স্ক্রিন কীবোর্ড - osk
আউটলুক এক্সপ্রেস - msimn
এমএস পেইন্ট - pbrush
পাসওয়ার্ড প্রোপার্টিস - password.cpl
পারফরমেন্স মনিটর - perfmon.msc
পারফরমেন্স মনিটর - perfmon
ফোন এন্ড মডেম অপশনস - telephon.cpl
ফোন ডায়ালার - dialer
পাওয়ার কনফিগারেশন - powercfg.cpl
প্রিন্টারস এন্ড ফ্যাক্স - control printers
প্রিন্টারস ফোল্ডার - printers
রিজিউনাল সেটিংস - intl.cpl
রেজিষ্ট্রি এডিটর - regedit
রেজিষ্ট্রি এডিটর - regedit32
রিমোট একসেস ফোনবুক - rasphone
রিমোট ডেক্সটপ - mstsc
রিমুভাল স্টোরেজ - ntmsmgr.msc
রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট - ntmsoprq.msc
রেজাল্টেন্ট সেট অপ পলিসি - rsop.msc
স্ক্যানার এন্ড ক্যামেরা - sticpl.cpl
শিডিউল টাস্ক - control schedtasks
সিকিউরিটি সেন্টার - wscui.cpl
সার্ভিসেস - services.msc
শেয়ার্ড ফোল্ডার - fsmgmt.msc
উইন্ডোজ শার্ট ডাউন করা - shutdown
সাউন্ডস এন্ড অডিও - mmsys.cpl
সিস্টেম কনফিগারেশন এডিটর - sysedit
সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি - msconfig
সিস্টেম ইনফোমেশন - msinfo32
সিস্টেম প্রোপার্টিস - sysdm.cpl
টাস্ক ম্যানেজার - taskmgr
টিসিপি টেষ্টার - tcptest
টেলনেট ক্লাইন্ট - telnet
ইউজার একাউন্ট ম্যানেজার - nusrmgr.cpl
ইউটিলিটি ম্যানেজার - utilman
উইন্ডোজ এড্রেস বুক - wab
উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি - wabmig
উইন্ডোজ এক্সপ্লোরার - explorer
উইন্ডোজ ফায়ারওয়াল - firewall.cpl
উইন্ডোজ ম্যাগনিফায়ার - magnify
উইন্ডোজ ম্যানেজমেন্ট - wmimgmt.msc
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার - wmplayer
উইন্ডোজ ম্যাসেঞ্জার - msmsgs
উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস - syskey
আপডেট লাঞ্চ - wupdmgr
উইন্ডোজ ভার্সন - winver
উইন্ডোজ এক্সপি টুর - tourstart
ওয়ার্ড প্যাড - write

Thursday 16 September 2010

উস্টারেও উজ্জ্বল সাকিব

উস্টারেও উজ্জ্বল সাকিব:>>>>




 ২০ জুলাই হল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে তিনি ফেরেননি। তিনি থেকে গেলেন কাউন্টি ক্রিকেটে খেলার জন্য। এই প্রথম দল ছাড়া প্রায় দুই মাস ধরে দেশের বাইরে থাকতে হলো সাকিব আল হাসানকে।
অবশেষে গতকাল এবারের দীর্ঘ প্রবাস জীবনের শেষ ম্যাচটা খেললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এখন দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় বিভাগে সাকিবের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলানোর পালা। ফেরার আগে কী নিয়ে এলেন, তাঁর দল উস্টারশায়ারকেই বা কী দিয়ে এলেন?
উস্টারশায়ারের কপাল খুলে দিয়ে এসেছেন। গতকাল মৌসুমের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে সাসেক্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। অন্য ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে গ্ল্যামরগন হেরে গেলে উস্টার প্রথম ডিভিশনে উঠে যাবে। উস্টার সাকিবময় নয়। তবে আগের মৌসুমে বড় দুর্দিনে পড়ে যাওয়া উস্টারের এ মৌসুমে বড় ভরসার নাম ছিলেন এই সাকিব আল হাসান।
১৯৬৪ থেকে ১৯৮৯ সালের মধ্যে পাঁচবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছে উস্টারশায়ার। ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের মতো যুগশ্রেষ্ঠ অলরাউন্ডাররা খেলে গেছেন এই দলে। কিন্তু ২০০৯ সালে বড় বিপাকে পড়ে যায় তারা। ১৯২৮ সালের পর ওইবারই প্রথম কোনো প্রথম শ্রেণীর ম্যাচে জয় ছাড়াই মৌসুম শেষ করতে হয় উস্টারশায়ারকে।
বোথামদের তো আর ফিরিয়ে আনা যাবে না। তাই এমন সময়ে সমাধান হিসেবে ক্লাবটি দলে টানে বর্তমান যুগের ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিবও সুযোগ পেয়ে যান কাউন্টি অভিষেকের।
সুযোগের দারুণ সদ্ব্যবহার করেই শুরু করেছিলেন সাকিব। কাউন্টিতে প্রথম শ্রেণীর অভিষেক ইনিংসে ডার্বিশায়ারের বিপক্ষে ৯০ রান করেছিলেন। আর ৪০ ওভারের ম্যাচে অভিষেক হয়েছিল ৭২ রানের ইনিংস দিয়ে। এর পর থেকে ৮টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ৫টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। সীমিত ওভারের ম্যাচে আরও একটি ফিফটি করলেও সাকিবের ব্যাট খুব হাসেনি।
৫টি সীমিত ওভারের ম্যাচে ৩৭.৪০ গড়ে ১৮৭ রান করেছেন; যা মৌসুমে উস্টারের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রান। ৮টি প্রথম শ্রেণীর ম্যাচে সাকিবের সংগ্রহ ৩৫৮ রান।
তবে সাকিব কাউন্টি ক্রিকেটে তাঁর আসল ভেল্কিটা দেখিয়েছেন বল হাতে। ৮টি প্রথম শ্রেণীর ম্যাচে নিয়েছেন ৩৫ উইকেট। নিজের তৃতীয় ম্যাচ, গ্লস্টারশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন। পরের ৬ ইনিংসে আরও দুবার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট সাকিবের। যার মধ্যে মিডলসেক্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৭ উইকেটও আছে।
মিডলসেক্সের বিপক্ষে এই বোলিংটা উস্টারের পক্ষে এ বছরের ইনিংস-সেরা। উস্টারের হয়ে এই মৌসুমের সেরা পাঁচটি বোলিং বিশ্লেষণের মধ্যে প্রথম, চতুর্থ ও পঞ্চম সেরা; তিনটিই সাকিবের। দলটির হয়ে এ মৌসুমের ম্যাচসেরা বোলিংও করেছেন সাকিব। সারের বিপক্ষে সে ম্যাচে প্রথম ইনিংসে ২ উইকেট ও পরের ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
সাকিবের বোলিংয়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য—মিডলসেক্সের বিপক্ষে তাঁর বোলিংটা দ্বিতীয় বিভাগ কাউন্টির এ মৌসুমের তৃতীয় সেরা বোলিং! আর এসবের পাশে মাথায় রাখতে হবে, সাকিব কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অর্ধেকের মতো ম্যাচ খেলেছেন। যেমন ৪০ ওভারের খেলায় সাকিব ৫ ম্যাচে ১৭.৭৭ গড়ে ৯ উইকেট নিয়ে উস্টারের দ্বিতীয় সেরা উইকেটশিকারি। দলের হয়ে ১৮ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে থাকা জ্যাক স্যানট্রি ম্যাচ খেলেছেন ১২টি।
এসব পরিসংখ্যান নিঃসন্দেহে সাকিবের কৃতিত্বই প্রমাণ করে। কিন্তু আসল প্রমাণটা হবে দেশে ফিরলে। কাউন্টি অভিজ্ঞতা জাতীয় দলের হয়ে কাজে লাগাতে পারবেন সাকিব?

যা নিয়ে ফিরছেন:
এ মৌসুমে কাউন্টি ক্রিকেট দ্বিতীয় বিভাগের তৃতীয় সেরা (৭/৩২) এবং দশম সেরা (৬/৪২) বোলিং ফিগার
উস্টারশায়ারের হয়ে মৌসুমে ম্যাচসেরা বোলিং (৮/১০২)
উস্টারশায়ারের পক্ষে মৌসুমে ইনিংস-সেরা বোলিং (৭/৩২)
দলের ইনিংস-সেরা ৫টি বোলিং বিশ্লেষণের ৩টিই সাকিবের
৪০ ওভারের ম্যাচে দলের পক্ষে মৌসুমে সেরা বোলিং (৪/৩২)
সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের চেয়ে ৭ ম্যাচ কম খেলে ৯ উইকেট নিয়ে ৪০ ওভারের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট